অর্ঘ্যদীপ চক্রবর্তী

কৃষ্ণনগর, নদীয়া, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ
Send Message

মা কালীর কবিতা (মা কালীকে নিয়ে কবিতা)

আমি সকল কাজের পাই গো সময়
শুধু মাকে ডাকার বেলায় পাই না।
আমি ভুলে যাই মাকে
তবু মা ভোলে না আমায়।

আমি মা'র থেকে চলে যাই দূরে
তবু মা আমার কাছেই থাকে।
পোড়া নয়ন দুটি পায় না দেখতে
বোঝেনা সবই মায়ের মায়া যে।

তাই তো বলি নিজেকে
বিপদকালে যে বাঁচাবে ডাক তাকে সময় করে
নিদানকালে যে শিয়রের কাছে এসে থাকবে বসে ডাক তাকে সময় করে।

--- অর্ঘ্যদীপ চক্রবর্তী
125 Total read