Monir Uddin Niazy

April 03, 2002 - Bangladesh
Send Message

বিকেলি - মনির উদ্দিন নিয়াজি

ঘড়িতে বিকেল পাচঁ-টা বাজে,
চা-কাপ হাতে দাঁড়িয়ে,
বিকেলি আজ বধু সেজে
মনটা দিলো নাড়িয়ে।

তার শরীরের শীতল হাওয়ায়
দুঃখ দিলো সারিয়ে,
হাওয়া আমায় আস্তে করে
মনটা নাড়িয়ে ।

মনের সুখে যেই আকাশে
নয়ন দিলাম বুলিয়ে
অমনি দেখি পাখিরা সব
গাইছে ডানা দুলিয়ে।

পাখিরা সব গীত গাইছে
দিচ্ছে বধু সাজিয়ে,
বিকেলি আজ শ্রেষ্ঠ বধু
সব বধুকে হারিয়ে।
246 Total read