Shamim Azad

11 November 1952 / Mymensingh / Bangladesh

শতমূলী শ্বাস - Poem by Shamim Azad

অবশিষ্ট আধখানা চোখ
ঘোড়াঘাট আর যত গহীন জঙ্গল
নিয়ে নূজ্ঝতা চলেছে নগ্ন
মেরুদন্ডের আল থেকে আলে
বাতাস ও বুদবুদ পিশে
কুন্দরী অহো
কে আর হবে উবু এই হরিতকী জলে ...

দু'এক খানা দাঁতের ছায়া পেয়ে
নড়েচড়ে আবার ঢুকে যাই পাখিদের পাখনার তলে
ছিঁড়ে ছিঁড়ে দেখি ঘাসদের সুরুচির মূল
টেনে নিই নখমূলে উঠে আসা সুপ্রাচিন প্রকৃতি জারুল জারুল...
আমন আতরে নাক বসে যায়
তন্দ্রালু তলপেটে ডাহুকের ডাক শোনা যায়
শরীরের আঁক কষে সূচনা সময়
বেহুলা ও বিষের কথা
বড় মনে পড়ে যায়...

আধা খন্ড চোখের ভেতরে এক লাখ চোখ ও অন্তর সহ
রক্তাক্ত মেখলা সুস্পষ্ট দেখা যায় . . .
224 Total read