Shahabuddin Nagari

6 October 1955 - / Shibganj, Chapai Nawabganj / Bangladesh

বই পড়া চাই - Poem by Shaha

ভালো বই পড়া চাই
ব্রেন নড়াচড়া চাই,
প্রতিযোগিতার যুগে
ঠিক মতো লড়া চাই।

বই থেকে সব পাবে,
স্যার ক্লাসে টের পাবে,
যেমনই প্রশ্ন হোক
উত্তর পেয়ে যাবে।

বই দেবে মনে গতি,
চোখে-মুখে দেবে জ্যোতি,
সেরাদের সেরা হবে,
মুছে যাবে দুর্গতি।

বই পড়ে জ্ঞান হয়,
বই পড়ে অমানুষও
জেন্টেলম্যান হয়।
108 Total read