sankha chatterjee

a rejected lover
Send Message

জীবন-খেয়া

আমি যদি হতাম কোনো
অজানা যাযাবর
ঘুরতাম আমি ছদ্মবেশে
অন্য দেশে ঘর ৷
কিংবা যদি হতাম আমি
ইচ্ছে ভরা নদী
জোয়া ভাটায় ভাসতো তখন
মাঝি বিহীন তরী ৷
আবার যদি আমি হই
চিলেকোঠার ঘুঘু
বাঁধবো ঘর দুইজনেতে
বাসবো ভালো শুধু ৷
ইচ্ছে তো হাজার আছে
সীমিত প্রকাশ পায়
রঙিন সব স্বপ্ন দেখে
জীবন কেটে যায় ৷
122 Total read