Samudra Gupta

23 June 1946 – 19 July 2008 / Sirajganj / Bangladesh

পাথরসন্দেহ - Poem by Samudra G

অবিশ্বাস সন্দেহ আর ঘৃণার
নড়বড়ে পাথরে পা রেখে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি
ঐ বৃক্ষ পত্রপুস্প
চাঁদের ঘোলা আলো তার ওপারে
অগুনিত পাখিদের ঘুম আমাকে আটকে রাখে কেন

ইস্‌ পাথরের পাখা থাকলে কতো ভালো হতো

দাঁড়াতে দাঁড়াতে পড়ে
পড়তে পড়তে দাঁড়িয়ে
কীসব আজেবাজে পৃথিবী
চিন্তার দাঁতের ময়লা জমে জমে পাথর হয়
এক পাথর থেকে সরে আরেক পাথরে দাঁড়াই

কখনো মনে হয় ফুল আর পাখিদের কথা
প্রজাপতি পুস্পের কথা
সন্দেহ দানা বাঁধে আমি কি পাখি নই
আমার দাঁড়ানোটাও কি পাথরের উপরে নয়
104 Total read