Samir Roychoudhury

1 November 1933 - / Panihati, West Bengal / India

চিড়িয়াঘর - Poem by Samir Roy

কবিতার পাখি
তুমি কোনোকালেই জীববিজ্ঞানের পাখি নও
শ্বেনপক্ষী শুকপাখি গড়ুরের বংশজ তুমি
অ্যাখ্যানমর্মরে ঝরে তোমারই পালক
তুমিই তো বারবার বাকসিদ্ধ হয়েছ ছাপ্পান্ন ভোগে
একান্নবর্তী পরিবারের নিসর্গভরসা
পরিযায়ী তুমি যে দিকে যাও তোমারই অপেক্ষায়
বিষধর একমাত্র হাওয়ামোরগ
আজো শব্দ ঠুকরে খেয়ে বেঁচেবর্তে আছো
208 Total read