Bimal Guha

27 October 1952 / Satkania, Chittagong / Bangladesh

দ্রোহ - Poem by

চুলের গোড়ালি টেনে তুলে আনি রোজ।
পোড়া মাটি ছাইভস্ম
ভাঙা সিন্দুকের আস্তরণ জংধরা থালাবাটি
পড়ে আছে মেঝে।
উলঙ্গ নেচেছে রাস্তায় একদল নষ্ট বালক
ছুড়ে দেয় নষ্ট শিস।
ঝাঁঝালো রোদ্দুরে অহর্নিশ
টোকা দেয় স্মৃতি
গুমরে গুমরে কাঁদে রাত
জাগে ক্রোধ মাথার ভেতর।
সারিবদ্ধ যমদূত মার্চপাস্ট করে
হেঁটে যায় মগজের কোষে ধমনীতে
মাটি-ছাইভস্ম থেকে জন্ম নেয় ক্রোধ
অস্থিমূলে জ্বলে ওঠে দ্রোহের আগুন।
140 Total read