প্রথম যখন দেখা হয়েছিলো, কয়েছিলে মৃদুভাষে
'কোথায় তোমারে দেখেছি বলো তো,- কিছুতে মনে না আসে।
কালি পূর্ণিমা রাতে
ঘুমায়ে ছিলে কি আমার আতুর নয়নের বিছানাতে?
মোর জীবনের হে রাজপুত্র, বুকের মধ্যমণি,
প্রতি নিঃশ্বাসে শুনেছি তোমার স্তব্ধ পদধ্বনি!
তখনো হয়তো আঁধার কাটেনি,-সৃষ্টির শৈশব,-
এলে তরুণীর বুকে হে প্রথম অরুণের অনুভব!'
আমি বলেছিনু, 'জানি,
স্তব গুঞ্জন তুলি তোরে ঘিরে হে মোর মক্ষীরানি!'
যাপিলাম কত পরশতপ্ত রজনী নিদ্রাহীন,
দু-চোখে দু-চোখ পাতিয়া শুধালে, 'কোথা ছিলে এতদিন?'
লঘু দুটি বাহু মেলে
মোর বলিবার আগেই বলিলে: 'যেয়ো না আমারে ফেলে।'
আজি ভাবি বসে বহুদিন পরে ফের যদি দেখা হয়,
তেমনি দু-চোখে বিশ্বাসাতীত জাগিবে কি বিস্ময়?
কহিবে কি মৃদুহাসে,
'কোথায় তোমারে দেখেছি বলো তো, কিছুতে মনে না আসে!!'