Abul Hussain

15 August 1922 - / Khulna / Bangladesh

মনের খেলনা - Poem by Abul Hu

ফুল, তুমি ফুটন্ত হৃদয়
গন্ধ নয় বর্ণ নয়
প্রশান্ত উদয় এক আদিগন্ত উন্মুক্ত আকাশ_
অনিমেষ স্তব্ধ চেয়ে থাকা।
দিনের রাত্রির চাকা তার
ক্লান্তির পাহাড় ভেঙে কোথায় উধাও,
চাঁদের নোঙ্গর ছেড়ে জোনাকি তারার লক্ষ নাও
পাড়ি দেয় রাত্রির হাওরে।

মন ভরে মৌমাছি মর্মর,
থেমে যায় কালের ঘর্ঘর।
কারা এলো কারা গেলো কে গেছে কী বলে
কে রাখে হিসাব তার!
হৃদয়ের দিকে শুধু চেয়ে থাকি
রক্তাক্ত হৃদয় মেলে
ফুল তুমি জ্বেলে দিলে স্বপ্নের চেরাগ
তিলে তিলে মরা মনে, এনে দিলে ক্ষণিকের ভুল।
138 Total read