Abul Hussain

15 August 1922 - / Khulna / Bangladesh

১৯৪২ - Poem

অহিংস দেশের লোক। বিশ্বব্যাপী আজন সমরে
শান্তির ললিত বাণী পরম নিশ্চিন্তে ফেরি করে।
গহ্বরে, প্রাকার ভিতে পড়পড় প্রাসাদের দেশে
ধ্রুবমৃত্যু জনগণ মরমর গুজবে শঙ্কায়
স্বদেশি শিল্পীর জন্যে বনেদির শোকে যায় ভেসে
পোড়ানো মাটির দিনে দেশনেতা অশ্রুর বন্যায়।

সন্ধ্যায় আকাশ লাল। রক্তশোষা দীর্ঘ দিনশেষে
নিঃশব্দে ব্যারাকে ফেরে ক্লান্ত মজদুর, দুর্গ ঘেঁষে
ঝাঁকে ঝাঁকে ঝোড়ো কাক। উদারনৈতিক মহাবীর
জাল বোনে জাল ছেড়ে ধর্ম, সত্য, অহিংসা, খাদির,
অন্যদিকে রাজনীতি মসজিদ থেকে মুয়াজ্জিন
ডাক ছাড়ে—কী করে যে কাটে আমাদের দিন।
আর ভাবি দূরপ্রাচ্যে নিঃসঙ্গ নিরস্ত্র নগ্ন চীন
মৃত্যুকে পরায় মালা সহজ জীবনসঙ্গিনীর।
125 Total read