Abul Hussain

15 August 1922 - / Khulna / Bangladesh

চিল - Poe

চিল, ওরে চিল,
ডানায় কি তোর লাগেনাকো খিল?
তুই সারা দিন রোদে রোদে ঘুরে
মরবি কি শেষে পুড়ে?

জানি তোর ভয় ডর নেই মোটে
আযরাইলের ভাই তোর ঠোঁটে।
নখে তোর তলোয়ার খাপ খোলা
চোখ দুটো ঠিক আগুনের গোলা।

তাই বলে তুই করবি জুলুম?
মুরগি-মায়ের কেড়ে নিবি ঘুম?
থাকবে ইঁদুর মরে পথে ঘাটে?
আসবি না তুই এই তল্লাটে?

তাক করে আছি আমি বন্দুক
ভেঙে দেব তোর সীমারের বুক॥
110 Total read